https://www.devskill.com/CodingProblems/ViewProblem/423
একটা সংখ্যাকে প্রাইম ম্যজিক্যাল সংখ্যা বলবে , তখনই - যখন , সেই সংখ্যার যে কোনো একটা ডিজিট প্রাইম হবে ।। তো আমাদের এই প্রোবলেম -এ একটা সংখ্যা দেয় আথাকবে , তোমায় বলতে হবে , একদম ১ হতে সেই সংখ্যা অবদি মোট কয়টা প্রাইম ম্যজিক্যাল সংখ্যা আছে ??
তাহলে আমরা একটা ফাংশন বানিয়ে নেবো , যেখানে আমরা একটা লুপ খাটিয়ে - ২ হতে ইনপুটে দেয়া , সেই সংখ্যা অব্দি লুপ খাটিয়ে আরো একটা হোয়াইল লুপ দিয়ে চেক করবো , কোনো ডিজিট প্রাইম আছে কি না ?? এভাবে মোট কয়টা প্রাইম ম্যজিক্যাল সংখ্যা আছে ?? সেটা'র সংখ্যা বের করে ফেলবো , প্রথমে নিজে ট্রাই করে দেখো আর না হলে নিচের কোড দেখো ------
#include<bits/stdc++.h>
using namespace std;
int primeTotal(int n)
{
int sum=0;
for(int i=2;i<=n;i++){
int a=i;
while(a!=0)
{
if((a%10)==2 || (a%10)==3 || (a%10)==5 || (a%10)==7 )
{
sum++;
break;
}
a=a/10;
}
}
return sum;
}
int main()
{
int t,n;
scanf("%d",&t);
while(t--)
{
scanf("%d",&n);
printf("%d\n",primeTotal(n));
}
return 0;
}
একটা সংখ্যাকে প্রাইম ম্যজিক্যাল সংখ্যা বলবে , তখনই - যখন , সেই সংখ্যার যে কোনো একটা ডিজিট প্রাইম হবে ।। তো আমাদের এই প্রোবলেম -এ একটা সংখ্যা দেয় আথাকবে , তোমায় বলতে হবে , একদম ১ হতে সেই সংখ্যা অবদি মোট কয়টা প্রাইম ম্যজিক্যাল সংখ্যা আছে ??
তাহলে আমরা একটা ফাংশন বানিয়ে নেবো , যেখানে আমরা একটা লুপ খাটিয়ে - ২ হতে ইনপুটে দেয়া , সেই সংখ্যা অব্দি লুপ খাটিয়ে আরো একটা হোয়াইল লুপ দিয়ে চেক করবো , কোনো ডিজিট প্রাইম আছে কি না ?? এভাবে মোট কয়টা প্রাইম ম্যজিক্যাল সংখ্যা আছে ?? সেটা'র সংখ্যা বের করে ফেলবো , প্রথমে নিজে ট্রাই করে দেখো আর না হলে নিচের কোড দেখো ------
#include<bits/stdc++.h>
using namespace std;
int primeTotal(int n)
{
int sum=0;
for(int i=2;i<=n;i++){
int a=i;
while(a!=0)
{
if((a%10)==2 || (a%10)==3 || (a%10)==5 || (a%10)==7 )
{
sum++;
break;
}
a=a/10;
}
}
return sum;
}
int main()
{
int t,n;
scanf("%d",&t);
while(t--)
{
scanf("%d",&n);
printf("%d\n",primeTotal(n));
}
return 0;
}
No comments:
Post a Comment