প্রথম "Hello World " অ্যাপ বানানোর জন্য আমরা নেট থেকে , Android studio সফটওোয়ার'টি নামিয়ে নেই ।। আশা করি গুগল আর ইউটিউব এর সাহায্যে , তোমরা এটা ডাউনলোড আর ইন্সটলের কাজ করে নিতে পারবে ------
এবার ছবির সাহায্যে একে একে দেখে নেই , চলো -- কিভাবে কাজ শুরু করতে হবে ?
এবার আমরা activity_main.xml যে দেখতে পাচ্ছি , সেখানে ঢুকে নিচের মতো করে সাজিয়ে নেই , অনেক সময় ডিফল্ট আকারে দেয়াই থাকে , যদি না থাকে তাহলে নীচের থেকে কপি পেস্ট করে বসিয়ে নাও ।
এরপর MainActivity.java ফাইল দেখে নেই একবার আমি নীচে কোড দিয়ে দিলাম , মিলিয়ে নাও
এবার নিচের ছবির দিখে লক্ষ করে ইমুলেটর রান করাও ----
এখন ৩-৪ মিনিট অপেক্ষা করো , দেখবা তোমার প্রথম অ্যাপ্লিকেশন রান হবে , দেখতে হবে
তুমি , তোমার প্রথম একটা অ্যান্ড্রোয়েড অ্যাপ্স বানিয়েই ফেলেছো !!!!! আজ এইটুকুই --------
এবার ছবির সাহায্যে একে একে দেখে নেই , চলো -- কিভাবে কাজ শুরু করতে হবে ?
এবার আমরা activity_main.xml যে দেখতে পাচ্ছি , সেখানে ঢুকে নিচের মতো করে সাজিয়ে নেই , অনেক সময় ডিফল্ট আকারে দেয়াই থাকে , যদি না থাকে তাহলে নীচের থেকে কপি পেস্ট করে বসিয়ে নাও ।
- <?xml version="1.0" encoding="utf-8"?>
- <android.support.constraint.ConstraintLayout xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
- xmlns:app="http://schemas.android.com/apk/res-auto"
- xmlns:tools="http://schemas.android.com/tools"
- android:layout_width="match_parent"
- android:layout_height="match_parent"
- tools:context="first.javatpoint.com.welcome.MainActivity">
- <TextView
- android:layout_width="wrap_content"
- android:layout_height="wrap_content"
- android:text="Hello Android!"
- app:layout_constraintBottom_toBottomOf="parent"
- app:layout_constraintLeft_toLeftOf="parent"
- app:layout_constraintRight_toRightOf="parent"
- app:layout_constraintTop_toTopOf="parent" />
- </android.support.constraint.ConstraintLayout>
- }
এরপর MainActivity.java ফাইল দেখে নেই একবার আমি নীচে কোড দিয়ে দিলাম , মিলিয়ে নাও
- package first.javatpoint.com.welcome;
- import android.support.v7.app.AppCompatActivity;
- import android.os.Bundle;
- public class MainActivity extends AppCompatActivity {
- @Override
- protected void onCreate(Bundle savedInstanceState) {
- super.onCreate(savedInstanceState);
- setContentView(R.layout.activity_main);
- }
- }
এবার নিচের ছবির দিখে লক্ষ করে ইমুলেটর রান করাও ----
এখন ৩-৪ মিনিট অপেক্ষা করো , দেখবা তোমার প্রথম অ্যাপ্লিকেশন রান হবে , দেখতে হবে
তুমি , তোমার প্রথম একটা অ্যান্ড্রোয়েড অ্যাপ্স বানিয়েই ফেলেছো !!!!! আজ এইটুকুই --------
No comments:
Post a Comment