Thursday, July 20, 2017

1293. Eniya Timus Problem Solution & Logic

http://acm.timus.ru/problem.aspx?space=1&num=1293

বাচ্চা লেভেলের একটা প্রশ্ন । তোমায় , একটা আয়তাকার - প্যানেল দেয়া আছে , যার দৈ্ঘ্য ও প্রস্থ
A & B meters দেয়া আছে , ধরো - বলা আছে যে - প্যানেলটি'র ১ বর্গএকক রঙ করতে ১
ন্যানোগ্রাম রং লাগে । তাহলে , প্যানেলটির উভয় পাশে রঙ করতে কতটুকু রঙ লাগবে ??
তাহলে , আয়তাকার প্যানেলটির ক্ষেত্রফলের সমান রঙ লাগবে , বুঝাই যাচ্ছে ও যেহেতু - দুই পাশে বলেছে - সুতরাং ২ দিয়ে গুণ করতে হবে । তাহলে , ১ টা প্যানেলের উভয় পাশে রঙ করতে লাগবে -
2*A*B ন্যনোগ্রাম রঙ , তাই না ?? এখন , প্যানেলের সংখ্যাও দেয়া থাকবে - সুতরাং , সেটা দিয়ে 2*A*B কে গুণ করলেই , মোট পরিমাণ পাওয়া যাবে । চলো কোড দেখি ----

#include<iostream>
#include<cstdio>

using namespace std;

//Nayeem Mollick Joy ,Applied Physics & Electronic Engineering ,University of Rajshahi.

int main()

{
    int n,b,c;
    cin>>n>>b>>c;
    cout<<2*n*b*c<<endl;
    return 0;
}

1 comment:

  1. Oh... I missed multiplying by 2.
    The description in the problem was quite difficult to understand... Thanks for your solution....

    ReplyDelete