Friday, July 14, 2017

DCP-147: Brother's Challange Devskill Problem Solution & Logic

https://www.devskill.com/CodingProblems/ViewProblem/147

এর চেয়ে সহজ প্রোবলেম আর কি হতে পারে ?? তোমাকে , একটা সংখ্যা দেয়া থাকবে , তোমায় বলতে হবে -  ১ থেকে সেই সংখ্যার আগ অবদি যে কয়টা সংখ্যা ৩ বা , ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাদের যোগফল কতো ?? বেশি কিছু বলার নেই , কোড দেখে আসি , চলো ----




#include<iostream>
#include<cstdio>

////Nayeem Mollick Joy , Applied Physics And Electronic Engineering,University Of  Rajshahi.

using namespace std;

typedef long long ll;

int main()

{
    int N;

    ll sum=0;

    cin>>N;

    for(int i=1;i<N;i++)

    {
        if(i%3==0||i%5==0)
        {
            sum=sum+i;
        }
    }
    cout<<sum<<endl;

    return 0;
}

No comments:

Post a Comment