Friday, July 14, 2017

DCP-196: Break Simulator Devskill Problem Solution & Logic

https://www.devskill.com/CodingProblems/ViewProblem/196

ছোটবেলায় , ত্বরণ ও মন্দন নিয়ে অনেককিছুই পড়েছি , সেই মন্দনেরই একটা প্রোবলেম এটা । একটা , গাড়ি ধরো চলতেছে , কোনো একটা সময়ে ব্রেক কষে - তার কিছুক্ষুন পর , গাড়িটি থেমে যায় - এখন , গাড়ির বেগ   দেয়া ছিলো ও কত সময় পর ( T )  গাড়ি থামলো , সেটাও দেয়া আছে । তাহলে , কি বলতে পারবে না ? গাড়িটির মন্দন কতো ??? হুম,   V/T  । মাইনাস দিতে ভুলো না ,আবার  ।

চলো , কোড দেখি ---

#include <bits/stdc++.h>

//Nayeem Mollick Joy , Applied Physics & Electronic Engineering, University of Rajshahi.

using namespace std;

int main()

{
   int T;
   double v,t;

   scanf("%d",&T);

   while(T--)

   {
       scanf("%lf %lf",&v,&t);
       printf("-%.02lf\n",v/t);
   }
    return 0;
}

No comments:

Post a Comment