Saturday, September 2, 2017

849A. Odds and Ends Codeforce Problem Solution In (C++,C#) & Logic

http://codeforces.com/problemset/problem/849/A

খুবই মজার একটা সমস্যা  ,  ধরো  -  তোমায় একটা সিকুয়েন্স দেয়া থাকবে , এখন সেখানে - সেই সিকুয়েন্স কে এমন বিজোড় সংখ্যক ভাগে ভাগ করতে হবে যেনো , প্রত্যেক ভাগের প্রথম ও শেষ সংখ্যা বিজোড় এবং সিকুয়েন্স এর লেংথ'ও যেনো বিজোড় হয়  ।।  ধরো , একটা উদাহরণ দেই  যেমন ----

               1 0 1 5 1  , এখানে একে মোট তিন'টা (বিজোড় সংখ্যক) ভাগে ভাগ করা যাবে যেখানে প্রথম ও 
শেষ সংখ্যা বিজোড় ও তার লেংথ'ও বিজোড় হয় ।। 
                          
                          (1 0 1) , (5) , (1) 
 
আশা  করি , কাহিনী কিছুটা হলেও পরিষ্কার ।। তো , তোমার কাজ হইলো - যদি , দেয়া সিকুয়েন্স এইভাবে প্রকাশ করা 
সম্ভব হয় - তাহলে প্রিন্ট করবে ,  Yes আর না হলে - No  || 

তো , এই তিন'টা শর্ত দিয়ে চেক করে যদি -কোনো সিকুয়েন্স ঠিক পাই , তাহলে - হ্যা আর না হলে না ।  । 

প্রথম সংখ্যা বিজোড় 
শেষ সংখ্যা বিজোড় 
সিকুয়েন্স এর লেংথ বিজোড় 

এই তিন'টি শর্ত দিয়ে চেক করে দেখবো , চলো কোড দেখি এইবার 
 
IN C++ LANGUAGE................... 
 


#include<bits/stdc++.h>

using namespace std;

#define N 510

int main() {
    cin.sync_with_stdio(false);
    int n, num[N];
    while (cin >> n) {
        for (int i = 0; i < n; i++) {
            cin >> num[i];
        }
        if (num[0] % 2 == 1 && num[n - 1] % 2 == 1 && n % 2 == 1) {
            cout << "YES" << endl;
        }
        else {
            cout << "NO" << endl;
        }
    }
    return 0;
}
 
 
IN C# LANGUAGE..................
 
 
 
using System;

public class Test
{
 public static void Main()
 
 {
  
      int n=Convert.ToInt32(Console.ReadLine());  
      int[] num=new int[n];
      string s=Console.ReadLine();
      string[] values=s.Split(' '); 
    
        for (int i = 0; i < n; i++) {
            num[i]=int.Parse(values[i]);
        }
        if (num[0] % 2 == 1 && num[n-1] % 2 == 1 && n%2==1) {
            Console.WriteLine("YES");
        }
        else {
            Console.WriteLine("NO");
        }
 }
}  

No comments:

Post a Comment