https://uva.onlinejudge.org/index.php?option=com_onlinejudge&Itemid=8&category=24&page=show_problem&problem=399
খুবই সহজ একটা সমস্যা , ASCII CODE নিয়ে ধারণা থাকলে , খুব সহজেই বিষয়টি বুঝে ফেলার কথা ।। কারণ , আমরা যদি একটা ইনপুট এবং আউটপুট এর দিকে লক্ষ করি , তাহলে লক্ষ করতে পারি কি ??
চলো , দেখে আসি -------
1JKJ'pz'{ol'{yhklthyr'vm'{ol'Jvu{yvs'Kh{h'Jvywvyh{pvu5
*CDC is the trademark of the Control Data Corporation.
এখানে , 1 এর যায়গায় * বসিয়েছি -- এটা না হয় আপাতত বাদই দিলাম , আগে আমরা অক্ষর নিয়ে চিন্তা করি , তাহলে সুবিধা হয় । J এর জায়গায় C & K এর জায়গায় D বসিয়েছি , তাই না ??
দেখি তো , কোনো কিছু বোঝা যায় কি না ?? হুম , আশা করি - ধরতে পেরেছো ।। J এর চেয়ে ৭ অক্ষর পিছিয়ে C ও K এর চেয়ে ৭ অক্ষর পিছিয়ে D পাওয়া যায় ।।
অনুরুপ ভাবে , আমরা যে * চিহ্ন বসিয়েছি , সেটার ASCII CODE ,42 | অপরদিকে , 1 এর ASCII CODE, 49 ।। কি , কিছু বুঝতে পারছো ???
#include<bits/stdc++.h>
using namespace std;
int main()
{
int n=49;
printf("%c",n);
}
এটা রান করলেই বুঝতে পারবে , 1 এর ASCII CODE, 49 || যাই হোক , তাহলে তুমি বুঝতে পারছো - এখানেও পারথক্য 7 ( 49 - 42 ) । । তাহলে আর কি , চলো - কোড দেখে ফেলি ------
প্রথমে আমরা স্ট্রিং এর এক একটা ক্যারেক্টার এর অ্যাসকি কোড একটা ইন্টিজার এর মধ্যে নিয়ে ,
৭ করে কমিয়ে সেটাকে আবার একটা ক্যারেক্টার-এ নিয়ে প্রিন্ট করে যাবো ----------
#include<bits/stdc++.h>
using namespace std;
int main()
{
int l;
string s;
char c;
int n;
while(cin>>s)
{
l=s.size();
for(int i=0;i<l;i++)
{
n=s[i];
c=n-7;
cout<<c;
}
cout<<endl;
}
}
খুবই সহজ একটা সমস্যা , ASCII CODE নিয়ে ধারণা থাকলে , খুব সহজেই বিষয়টি বুঝে ফেলার কথা ।। কারণ , আমরা যদি একটা ইনপুট এবং আউটপুট এর দিকে লক্ষ করি , তাহলে লক্ষ করতে পারি কি ??
চলো , দেখে আসি -------
1JKJ'pz'{ol'{yhklthyr'vm'{ol'Jvu{yvs'Kh{h'Jvywvyh{pvu5
*CDC is the trademark of the Control Data Corporation.
এখানে , 1 এর যায়গায় * বসিয়েছি -- এটা না হয় আপাতত বাদই দিলাম , আগে আমরা অক্ষর নিয়ে চিন্তা করি , তাহলে সুবিধা হয় । J এর জায়গায় C & K এর জায়গায় D বসিয়েছি , তাই না ??
দেখি তো , কোনো কিছু বোঝা যায় কি না ?? হুম , আশা করি - ধরতে পেরেছো ।। J এর চেয়ে ৭ অক্ষর পিছিয়ে C ও K এর চেয়ে ৭ অক্ষর পিছিয়ে D পাওয়া যায় ।।
অনুরুপ ভাবে , আমরা যে * চিহ্ন বসিয়েছি , সেটার ASCII CODE ,42 | অপরদিকে , 1 এর ASCII CODE, 49 ।। কি , কিছু বুঝতে পারছো ???
#include<bits/stdc++.h>
using namespace std;
int main()
{
int n=49;
printf("%c",n);
}
এটা রান করলেই বুঝতে পারবে , 1 এর ASCII CODE, 49 || যাই হোক , তাহলে তুমি বুঝতে পারছো - এখানেও পারথক্য 7 ( 49 - 42 ) । । তাহলে আর কি , চলো - কোড দেখে ফেলি ------
প্রথমে আমরা স্ট্রিং এর এক একটা ক্যারেক্টার এর অ্যাসকি কোড একটা ইন্টিজার এর মধ্যে নিয়ে ,
৭ করে কমিয়ে সেটাকে আবার একটা ক্যারেক্টার-এ নিয়ে প্রিন্ট করে যাবো ----------
#include<bits/stdc++.h>
using namespace std;
int main()
{
int l;
string s;
char c;
int n;
while(cin>>s)
{
l=s.size();
for(int i=0;i<l;i++)
{
n=s[i];
c=n-7;
cout<<c;
}
cout<<endl;
}
}
No comments:
Post a Comment