Wednesday, August 16, 2017

A Girl's Story Toph Problem Solution & Logic

https://toph.co/p/a-girl-s-story

গণিতে যাদের দক্ষতা ভালো - তাদের কাছে , এসব সমস্যা কোনো ব্যপারই না । । নাইন-টেন এর প্রোবলেম , এসব ।

X year earlier Raju’s age was one half of Meena’s age. Currently Meena is Y year old. Now Meena want to know the current age of Raju, but she just learned about multiplication table and nothing else. She find this task very hard. So as a good childhood friend of Meena you have to help her today.           এইটুকুই হলো - এই সমস্যার চুম্বক অংশ , যেখান থেকে - আমরা , আমাদের সব ধরনের ক্লু পেয়ে যাবো ।

তাহলে , ধরি -  X বছর আগে রাজুর বয়স ছিলো  R
                        X বছর আগে মিনার বয়স ছিল্লো  2R

বর্তমানে , রাজুর বয়স  =  R + X;
বর্তমানে , মিনার বয়স , Y   = 2R+ X ;
                                     বা , R = (Y - X)/2;

এখন , আমাদের বের করতে হবে - রাজুর রিসেন্ট বয়স কতো ????

সুতরাং, বর্তমানে , রাজুর বয়স = (Y - X)/2 + X; [  R এর মান বসিয়ে ]
                                                 = Y/2 + X/2 -X/2
                                                =  Y/2 + X/2 = ( Y + X ) /2
আশা করি , কোড লিখতে আর কোনো সমস্যা হবে না , এক্কেবারে সোজা - তাই না চলো কোড দেখে আসি --------------

#include<bits/stdc++.h>

using namespace std;

typedef unsigned long long llu ;

int main()

{

    llu x,y;

    cin>>x>>y;

    cout<<((x+y)>>1)<<endl;

    return 0;
}

                                            

No comments:

Post a Comment