Saturday, August 26, 2017

Despacio Air In Bus Toph Problem Solution & Logic

https://toph.co/p/despacio-air-in-bus


এই ছবি'র দিকে লক্ষ করো , এখানে একটা ফ্রেমে --- ২টা জানালা আছে , লেংথ যাদের সমান । । এখন ,
এই ফ্রেমের প্রস্থ  W  দেয়া আছে , এবং দৈর্ঘ্য   L  দেয়া আছে এবং , একটা জানালার প্রস্থটুকু  D  দেয়া আছে  || 

তোমায় বলতে হবে , জানালা যদি সমানভাবে খোলা রাখতে চায় তাহলে , জানালার বাম পাশের জন ও ডান পাশের জন কতটুকু করে অংশ পাবে ????   তাহলে , ছবি দেখেই তুমি বুঝতে পারছো যে ---

ফ্রেমের মোট প্রস্থ থেকে যদি -- জানালার প্রস্থটুকু বাদ দেই , তাহলে যে অংশটুকু পাবো , সেটা হলো জানালা খোলা রাখলে , ডান ও বাম পাশের মোট অংশ , এখন আমরা যদি একে ২ দিয়ে ভাগ দিয়ে দেই , তাহলেই কিন্তু ---- যে কোনো এক পাশের প্রস্থ পেয়ে যাবো , তাই না ??  আর , তারপর দৈর্ঘ্য   L দিয়ে গুণ করলেই কিন্তু , ক্ষেত্রফল পেয়ে যাবো ওই অংশের \\\ 

চলো , কোড দেখি এবার --------




#include<bits/stdc++.h>

using namespace std;

int main()
{
    int t;
    double l,w,d,r;
    cin>>t;
    int i=1;

    while(t--)  {
           
        cin>>l>>w>>d;

        r=((w-d)/2)*l;

        printf("Case %d: %0.2lf\n",i,r);
        i++;
    }
    return 0;
}




No comments:

Post a Comment