Thursday, August 17, 2017

Digit Separation Toph Problem Solution & Logic

https://toph.co/p/digit-separation

এটা  খুবই  সহজ  মানের  একটা  সমস্যা - যে কেউ পারবে বলে আমার মনে হয় । তোমায় বিশাল বড় একটা সংখ্যা দেয়া থাকবে , এমনকি সেটা ১০০০ ডিজিট এরও হতে পারে । তোমায় শুধু , ডিজিট গুলোর যোগফল বের করে দেখাতে হবে , এখন সংখ্যাটি যেহেতু অনেক বড় হতে পারে - সুতরাং আমরা স্ট্রিং আকারে নিবো - ------------- চলো কোড দেখি এবার


#include<bits/stdc++.h>

using namespace std;

int main()
{
    string s;
    while(cin>>s)
    {
        int sum=0;
        for(int i=0;i<s.size();i++)
        {
            sum=sum+s[i]-'0';
        }
        cout<<sum<<endl;
    }
    return 0;
}

No comments:

Post a Comment