Thursday, October 5, 2017

C# For Beginners , Part-2 ( Hello World )

                       প্রথমেই আমরা সহজ একটি , কোড লিখে শুরু করবো ।

using System;

namespace ConsoleApplicationnew1
{
    class Program
    {
        static void Main()
        {
           
            Console.WriteLine("Hello World");
            Console.ReadKey();

        }
    }
}


             খুবই সহজ একটি কোড , Hello World দিয়েই শুরু করলাম । ।

 using System কে বলা হয়  // namespace declaration //  | |  এর মানে , আমরা এখানে আর বাকি  যা যা কিছু কোড লিখছি , তা সবকিছুই  namespace System এর অন্তর্ভুক্ত । ঠিক , যেমন  C তে আমরা ভেতরের সব কোড রান করবার জন্য , #include<stdio.h>  ইউস করি , scanf & printf  ফাংশনগুলো
সব #include<stdio.h> হেডার ফাইলের অন্তর্ভুক্ত ,এখানেও ঠিক তেমনি কাজ করছি । এখানেও , Console ক্লাস হলো , namespace  নামক System এর অন্তর্ভুক্ত । namespace  হলো , অনেকগুলো ক্লাস ,ইন্টারফেইস ,স্ট্রাকচার , প্রভৃতি এর সমষ্টি । আর এটাকে , ডিক্লেয়ার করবার জন্য  using System হয় ,যেটা বুঝায় - এখানে namespace এর অন্তর্ভুক্ত সকল ক্লাস ,ইন্টারফেইস নির্দ্বিধায় ইউজ করা যাবে।।


ক্লাস নিয়ে , আমরা পরে আলোচনা করবো , আরেকটি বিষয় মনে রাখার মতো - সেটা হলো , আমাদের Main() মেথড থেকে , কাজ করা শুরু করবে । । আমরা , যদি Main() মেথড এর আগে ,
Main2(),Main3() ইত্যাদি ইউস করতাম , তাহলেও কিন্তু , Console -   Main() থেকেই , শুরু করবে , আগের গুলো'র কোনো কাজে আসবে না , যদি না - আমরা Main() মেথড থেকে ঐগুলোকে কল না করে থাকি ।।

                       আগামি পর্বে , আমরা ReadLine & WriteLine নিয়ে কথা বলবো ।।


No comments:

Post a Comment